নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি সংস্কৃতি, পরিচয় ও সংযোগের বাহক—এমন চিন্তা থেকেই প্যারিসে আত্মপ্রকাশ করল সাফ ফোর্স ক্রিকেট ক্লাব। শনিবার (১০ মে) ফ্রান্সের ফাস্তি কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে উন্মোচিত হলো দলটির অফিসিয়াল জার্সি।
আয়োজক সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স (SAF)’-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনেতা সোয়েব মোজাম্মেল, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব জান-ই-আলম এবং সাফের প্রশাসনিক সেক্রেটারি জুবাইদা শাম্মী জাহান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাফের জেনারেল সেক্রেটারি মামুন হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ ফখরুজ্জামান, সাফ সদস্য শাহীন আহমদ এবং সাফের স্পোর্টস সেক্রেটারি শিহাব উদ্দিন।
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন- “খেলাধুলার মাধ্যমে ফরাসি মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটি ও নতুন প্রজন্মের সংযোগ বাড়ানোর পাশাপাশি আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে, তার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ। SAF FORCE শুধুমাত্র একটি ক্রিকেট দল নয়—এটি একটি সংহতির প্রতীক, একটি সাংস্কৃতিক মেলবন্ধন এবং অভিবাসী তরুণদের সৃজনশীল প্রকাশের ব্যতিক্রমী প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক উপস্থিতি আরও দৃঢ় করবে।”
অনুষ্ঠানে সাফের সদস্য, স্বেচ্ছাসেবক, SAF FORCE ক্রিকেট টিমের খেলোয়াড়সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।