শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গঠিতব্য নতুন বাংলাদেশ




গঠিতব্য নতুন বাংলাদেশ
বদরুজ্জামান জামান
.
নৈরাজ্যে সজ্জিত নগর,
কামনার তীব্র বাসনায় ঝরে উলঙ্গ সময়
উদাম জানালায় উঁকি দেয়া চোখ,
ছুঁয়ে যায় দক্ষিণা বাতাস।
বারুদের গন্ধ শো শো শব্দে উড়ে যায় ক্ষেপণাস্ত্র
উত্তাল সমুদ্রের জাহাজ তীর ঘেঁষে ঢলে পড়ে নাবিক ।
কি হুলোস্থুল  তুলকালাম কান্ড চারিদিকে হিংস্র উল্লাস!!!

মৃত্যুদূত একেবারে নির্বিকার,
সফেদ পোশাকে বয়োজ্যেষ্ঠ শয়তানের দল
নির্লজ্জ উলঙ্গ উন্মাদনায় শুঁকে
শতাব্দীর আবর্জনার গন্ধ।
বিকৃত মস্তিষ্ক শোনায় রাজনীতির বয়ান
আর কিছু কুকুর মল অনুসন্ধানে হামলে পড়ে
নৈরাজ্যে সজ্জিত হয় নগর।।

এই নগরের প্রতিটি দেয়াল আমার ডায়েরির পাতা
আমি লিখে রাখি আমার স্বপ্ন…
প্রজন্মের হাতে গঠিতব্য নতুন বাংলাদেশ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: