বিনোদন প্রতিনিধি,
এবার ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করবেন কবরী ও সোহেল রানা। নাটকের নাম ‘আবার আসিব ফিরে’। সম্প্রতি এর প্রথম অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় দৃশ্যধারণে অংশ নেবেন সোহেল রানা। কবরীর রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে।
সারাহ বেগম কবরী বলেন, ‘চ্যানেল আইয়ের অনুরোধে নাটকটি করতে রাজি হয়েছি। গল্পের কারণেই নাটকটিতে সোহেল রানার মতো একজন অভিনেতার দরকার ছিল। সোহেল রানা বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে কবরী সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছি। আশাকরি, এর মধ্য দিয়ে নির্মাতা কবরীকেও চিনতে পারব।’