বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্ধুকধারীর হামলা বহু হতাহত




প্রতিনিধি, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারীদের গুলিতে বহু লোক হতাহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে।

শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে টুইটারে দেশটির পুলিশ জানায়,  একাধিক সক্রিয় বন্দুকধারীর হামলা হয়েছে ওয়ালমার্ট সুপার সেন্টারে। হামলাটি এখনও চলমান। নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

একইসঙ্গে বর্তমানে এলাকাটি সংশ্লিষ্ট সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে, টেক্সাসের সিটি মেয়র ম্যাথু টি ডয়েল জানিয়েছেন, এল পাসোতে গুলিতে একাধিক লোক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে আরও আনেকে। তবে এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না, কতোজন লোক নিহত এবং কতোজন আহত হয়েছেন। একইসঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত কতোজনকে আটক করা হয়েছে, সেটাও এ মুহূর্তে স্পষ্ট না।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: