বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।
দ্রত সুস্থতার জন্য রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।
১৯৮৪ সালে আন্দোলনের সময় রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবঅ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকশন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়।
এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অস্ত্রোপচার করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশন বা সমস্যায় ভোগেন।
রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগেছিলেন। এ সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।