জমির হোসেন, ইতালি থেকে:
ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসী। দফায় দফায় সংসদে রুদ্ধদার আলোচনার পর ১৩ মে চূড়ান্তভাবে পাস হয় অবৈধ অধিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা। এর ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এবারের বৈধকরণ প্রক্রিয়া অন্য বারের একটু ভিন্ন। অন্য সময় ঢালাওভাবে বৈধতা দেয়ার ঘোষণা দিলেও এবার দুটি পদ্ধতিতে ভেতরে থাকা অভিবাসীরা এ বৈধতা পেতে আবেদনের সুযোগ পাচ্ছেন।
প্রথম ক্যাটাগরি বাসাবাড়ির কাজ, অন্যটি হলো কৃষিকাজ। এর বাইরে এ বছর সরকার অন্য কোনো ক্যাটাগরিতে বৈধতা দিচ্ছে না। তবে শর্ত সাপেক্ষে এ দুই ক্যাটাগরীর অবৈধরা মালিক-শ্রমিকের কাগজপত্র ঠিক থাকলে বৈধ হতে পারবেন।