সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করোনাযুদ্ধে জয়ী ১১০০ পুলিশ




চলমান করোনাযুদ্ধে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ৪ হাজারের বেশি পুলিশ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

তবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

এ পর্যন্ত এক হাজার ১১৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং তাদের অনেকেই আবার কাজে যোগদান করেছেন বলে জানিয়েছে পুলিশের সদর দফতর সূত্র।

মঙ্গলবার পুলিশের বিভিন্ন দফতর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫২ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ হাজার ৫৩ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানিয়েছেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: