মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মেয়র কামরানকে নিয়ে মৃত্যুর গুজব




সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন এমন সব পোষ্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  নেতাকর্মী ও সাধাণ মানুষের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে সিলেটের সর্বত্র।

কোভিড-১৯ আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার কামরানের করোনাভাইরাস ধরা পড়ে। পর দিন বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রোববার সন্ধ্যায় বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।

কামরানের ছেলে আরমান আহমদ শিপলু জানান, কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। প্লাজমা রেডি। ‘এ’ পজিটিভ গ্রুপের রক্তের প্লাজমা আগেই সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: