বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

গ্রিস সীমান্তে ৬৪ বাংলাদেশি আটক




গ্রিস প্রতিনিধি:

গ্রিস সীমান্তবর্তী নর্থ মেসিডোনিয়ায় একটি হাইওয়ে থেকে ৬৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। নিয়মিত টহলের সময় তাদের আটক করে পুলিশ।
সোমবার একটি ট্রাক থেকে ওই ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। তবে ট্রাকের ড্রাইভার পলাতক আছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভেগেলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত ‘বলকান অভিবাসন রুট’ ২০১৫ সাল থেকে বন্ধ। আর চলতি বছর করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে গ্রিস-নর্থ মেসিডোনিয়া সীমান্তও। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, কাগজে-কলমে সীমান্ত বন্ধ হলেও এ রুটে মানবপাচার এখনও চলছে।

প্রতি বছরই বহু বাংলাদেশি এসব পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রাণ হারাচ্ছেন। অনেককেই মানব পাচারকারীদের হাতে বন্দি হয়ে মোটা অংকের মুক্তিপণ দিতে হচ্ছে।

What do you want to do ?

New mail

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: