ইন্টারন্যাশনাল ডেস্ক:
সউদী আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ও কাবা শরীফে ভিড় নিয়ন্ত্রণ করেই সবার জন্য খুলে দেয়ার প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সরকার। শিগগিরই কাবা শরিফের আংশিক জায়গা দর্শনার্থী, তাওয়াফকারী ও মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। -দ্য টাইমস নিউজ , আল-আরাবিয়া, সিএন নিউজ
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মসজিদুল হারাম ও কাবা শরিফ। এজন্য সউদী আরব কর্তৃপক্ষ বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিকল্পনাগুলো হচ্ছে , মসজিদুল হারাম ও কাবা শরিফের নির্ধারিত ৪০ শতাংশ জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে। নামাজ ও তাওয়াফে অংশগ্রহণের জন্য ‘ তাওয়াক্কালনা অ্যাপ ’ এর মাধ্যমে মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ জেনে নিতে পার বে ।