সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নামের ভুলে জেল খাটা সেই সালাম ঢালী মুক্ত




সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির সঙ্গে নামের কিছুটা মিল থাকায় সাজাভোগ করা খুলনার সালাম ঢালী মুক্তি পেয়েছেন। হাইকোর্টে আজ এ বিষয়ে শুনানির কথা ছিল। এর আগে মুক্তি দেয়ায় গ্রেফতারের বৈধতা নিয়ে শুনানি হাইকোর্টের নিয়মিত (কোর্ট খোলার পর) বেঞ্চে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আদালতে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী হিসেবে ছিলেন জেডআই খান পান্না, ইয়াদিয়া জামান ও শাহিনুজ্জামান।

আইনজীবী ইয়াদিয়া জামান, রিটটি আজ বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকাভুক্ত ছিল। এর মধ্যে সালাম ঢালী মুক্তি পেয়ে গেলেন। তাই আমরা বলেছি– তাকে অবৈধ গ্রেফতার, জেলখাটার বৈধতা নিয়ে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে রিটটি উপস্থাপন করব। এর পর আদালত এতে সায় দেন।

আইনজীবী জানান, জেল খাটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণের বিষয়টিও তখন উপস্থাপন করা হবে।

গত ৫ জুলাই মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং সালাম ঢালী রিটটি করেন। এ ছাড়া সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির সালাম ঢালীর দ্রুত মুক্তি চেয়ে পৃথক একটি রিট করেছিলেন।

এর মধ্যে সোমবার সালাম ঢালীকে মুক্তির নির্দেশ দেন বাগেরহাটের আদালত। পরে সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: