শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে লাশের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই




Medical staff wearing protective suits carry the coffin containing the body of Assunta Pastore, 87, after she passed away in her room at the Garden hotel in Laigueglia, northwest Italy, Liguria region, Sunday March 1, 2020. The woman, part of a group of elderly tourist from the Lombardia region, tested positive of the COVID-19. The hotel has been placed under quarantine as Italy continued to scramble Sunday to contain the spread of the corona virus. (AP Photo)

নিজস্ব প্রতিবেদক:

মাত্র কয়েকটা ডিজিট বাকি। তারপরই ৩০ হাজার ছাড়িয়ে যাবে। বলছি, করোনা ভাইরাসে ফ্রান্সে মৃতের সংখ্যার কথা। যদিও আক্রান্ত আর মৃতের সংখ্যা দুটিই নিয়ন্ত্রণে চলে এসছে, কিন্তু এর মধ্যে ৩০ হাজারের কোটা পেরিয়ে যাওয়া মোটেও চাট্টিখানি নয় বলে মনে করছেন ফরাসীরা।

গত পয়লা মার্চ ফ্রান্সে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয়। এর পর সেই সংখ্যা ১০ হাজার পেরিয়ে ২০ হাজার হতে খুব সময় নেয় নি। কিন্তু সংখ্যাটি ২৫ হাজারের পর সেটি ধীরে ধীরে কমে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ফ্রান্স সরকার। তারপর খুব ধীর গতিতে সংখ্যাটি এগুতে থাকে। গতকাল সেটি ২৯ হাজার ৯২০ জনে গিয়ে দাঁড়ায়। আজ কালের মধ্যেই ফ্রান্সে মৃতের সংখ্যা ৩০ হাজার পেরিয়ে যেতে পারে বলে ধারণা অনেকের।

ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। যা বাংলাদেশের মোট আক্রান্ত থেকে প্রায় ৩০০ জন কম। ফ্রান্সে মোট আক্রান্তের মধ্যে ইতোমধ্যে ৭৭ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে আইসিইউ-তে আছেন ৫৪৮ জন।

এদিকে, ফ্রান্সে সবকিছুই স্বাভাবিক হতে চলেছে। ইতোমধ্যে শতভাগ পরিবহণ চলাচল শুরু করেছে। তবে পরিবহণে মাস্ক পরাকে বাধ্যতামূলক রাখা হয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: