Rising Stars D’Aubervillers কর্তিক আয়োজিত “Rising Star Cricket Tournament ” আসন্ন ১৮ থেকে শুরু হতে যাচ্ছে । এতে অংশগ্রহণ করছে ২০ টি দল, এবং অংশ নিচ্ছে “মানিক, মুহিত স্মৃতি ক্রিকেট টুর্নামেনেট” এর আনডিফিটেড চ্যাম্পিয়ন Friends Club Aubervillers। উক্ত টুর্নামেন্ট কে কেন্দ্র করে আসিফ মুহাম্মদ ইফতিখার কে অধিনায়ক এবং সানোয়ার হোসেন কলিম কে সহ-অধিনায়ক করে ২০ সদস্য বিশিষ্ট একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্লাবটি। দলের খেলোয়াড়দের তালিকা নিম্নে দেয়া হলো:
।
১। আসিফ মুহাম্মদ ইফতিখার (C)
২। সানোয়ার হোসেন কলিম (V.C)
৩। হুসাইন মুহাম্মদ কিবরিয়া
৪। দেলোয়ার হোসেন দিলু
৫। ফয়ছল আহমদ
৬। আবু মেহরাজ
৭। জুবায়ের আহমেদ
৮। আশরাফ হোসেন
৯। অলিউর রহমান
১০। রোকনুজ্জামান রাসেল
১১। এমরান শরীফ
১২। ইফতিখার শরীফ ছায়েফ
১৩। মাহফুজ আহমেদ
১৪। সারোয়ার হোসেন
১৫। জুয়েল আহমেদ
১৬। তানভীর আহমেদ
১৭। শামিম আহমেদ
১৮। জলক কাপালী
১৯। আবিদ হোসেন খান
২০। পান্না আহমদ
।
ক্লবের সহকারি টিম ম্যানেজার Shuhag Hussain নিজের দল নিয়ে বেশ আত্নবিশাসী, নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিয়ে দলকে আগের তুলনায় আরও শক্তিশালী হবে মনে করেন তিনি। অধিনায়ক আসিফ নিজের দলের স্প্রীট এবং পারফরমেন্স নিয়ে বেশ খুশি,কিন্তু আগের টুর্নামেনেট থেকে শিক্ষা নিয়ে ভুল গুলো শুধরে এগিয়ে যেতে চান তিনি। আগামি ২৬ তারিক , রবিবার দুপুর ১ টায় “France Bangla Cricket Club” এর বিপক্ষে মাঠে নামবে Friends Club Aubervillers ।