বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ভিন্ন আমেজে নিজেদের জার্সি উন্মোচন করলো FC Aubervillers




ক্রীড়া প্রতিবেদকঃ

প্যারিসের বাংলাদেশী ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা দল Friends Club Aubervillers আজ আনুষ্ঠানিক ভাবে তাদের জার্সি উন্মোচন করলো। প্যারিসের বহুল পরিচিত “শাহ রেস্টুরেন্ট” এ এক জমকালো অনুষ্টানের মাধ্যমে ক্লাবের সবার উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়, উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়বা (All Europe Association of Bangladesh) এর মহাসচিব , WBO (World Bangladesh Organisation) এর চেয়ারম্যান,বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের প্রধান উপদেষ্টা কাজী এনায়াত উল্লাহ ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম এর সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ এবং বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি সাত্তার আলী শাহ আলম , OFIORA এর পরিচালক, Bangladesh Cricket Club Paris এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক কৌশিক রাব্বানি খান, Friends Club Aubervillers এর অন্যতম পৃষ্ঠপোষক, মৌলভিবাজার যুব সমিতি এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ, উক্ত সভায় সভাপতিত্ব করেন Friends Club Aubervillers এর উপদেষ্টা ইমরান আহমদ, আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রাসেল, Sylhet Divisional Cricket Club এর মূখ্যপাত্র বেলাল হোসেন, Bengal Tigers Sporting Club, France এর মূখ্যপাত্র মাসুদ আহমেদ, Friends Club Aubervillers এর উপদেষ্টা মাহমুদুর রাহমান সোহাগ, উপদেষ্টা দেলোয়ার হোসেন, ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, ট্রেজারার ওয়াহিদুর রাহমান, ভাইস প্রেসিডেন্ট শামস সাজু, এবং ক্লাবের সহকারি টিম ম্যানেজার সোহাগ মাহমুদ প্রিন্স সহ আরও অনেকে।

ক্লাব সভাপতি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের টিম ম্যানেজার ইফতিখার শরীফ ছায়েফ, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন কলিম, দলের অধিনায়ক আসিফ মুহাম্মদ ইফতিখার , সহ-অধিনায়ক ফয়ছল আহমদ, সহ- সভাপতি দেলোয়ার হোসেন দিলু এবং অনুষ্টানের মূল পর্বে অনুষ্টানের অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন , “দল মত নির্বিশেষে সবাই নিজ অবস্থান থেকে কমিউনিটির জন্য কাজ করে যেতে হবে।” এই ক্লাবের মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিছবি ফ্রান্সে সুন্দর ভাবে ফুটে উঠতে পারে এই আশা ব্যক্ত করেন তিনি। তারপর “মানিক, মুহিত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে” র চ্যাম্পিয়ন ট্রফির ভেতর থেকে জার্সি বের করে এক ভিন্ন আমেজে জার্সি উন্মোচন করেন প্রধান অতিথি। পরিশেষে, এক আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্টান এর সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি ইমরান আহমদ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: