শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এএফসিতে পাঠানো দলে দুই প্রবাসী




বিশ্বকাপ বাছাইপর্বের বাকি চারটি ম্যাচের জন্য ৪৪ জন ফুটবলারের নাম এএফসিতে পাঠিয়েছে বাংলাদেশ।

যাদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ড প্রবাসী দুই ফুটবলার- কাজী তারিক রায়হান ও ম্যাথিউজ বাবলু।

দ্বিতীয় দফায় কাটছাঁট করে সংখ্যাটা ৩৫-এ নামিয়ে আনলেও জাতীয় দলের ক্যাম্পে এই দু’জনকে দেখা যেতে পারে বলে আশা করছেন ফুটবলামোদীরা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

প্রথমে ফুটবলারদের করোনা পরীক্ষা করে আইসোলেশনে থাকতে হবে। গাজীপুরের সারা রিসোর্ট কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডরমেটরিতে হতে পারে ফুটবলারদের আইসোলেশন ক্যাম্প।

আগস্টের মাঝামাঝি বাংলাদেশে এসে শিষ্যদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করবেন ব্রিটিশ কোচ জেমি ডে। গেল মৌসুমে বসুন্ধরা কিংসে অনুশীলন করেছেন কাজী তারিক রায়হান। অন্যদিকে পুলিশের হয়ে খেলেছেন উইঙ্গার ম্যাথিউজ বাবলু।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: