নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সের দক্ষিণপূর্ব লিয়ন শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দিকে Bron শহরে মুসলমানদের Essalem মসজিদটি আগুনে পুড়িয়ে দেয় অজ্ঞাত খ্রিষ্টান উগ্রপন্থী মৌলবাদীরা ।
এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার ভোরে তারা ফজর নামাজ পড়তে আসলে দেখতে পান মসজিদে আগুন দেয়া হয়েছে । আর তাতে পুড়ে গেছে মসজিদের নামাজের কার্পেট ।
Essalem মসজিদের দরজা জানলায় আগুনের ছাপ স্পষ্ট । লিয়ন অঞ্চলের মুসলমানরা বলেছে গত সপ্তাহে শহরের “ওমর মসজিদে” হামলার পর আজ এই অঞ্চলের মসজিদে দ্বিতীয় হামলা ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে ।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পুড়ে যাওয়া মসজিদটি পরিদর্শন করেছেন । ফ্রান্স পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি ।