বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভার মেয়র নির্বাচিত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়াখ্দ ফিলিপ উত্তরাঞ্চলীয় সমুদ্রবন্দর শহর ‘ল্য হাভ’ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। ২৯ জুন দ্বিতীয়দফার নির্বাচনে তিনি ৫৮.৮ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন দল এলআরইএম থেকে নির্বাচিত হলেন।
ফ্রান্সের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী পদে থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর মেয়াদকালীন অন্য কাউকে (কাউন্সিলরদের) দায়িত্ব দিয়ে রাখতে পারবেন; প্রধানমন্ত্রীত্ব শেষের পর মেয়র হিসেবে কাজ শুরু করতে পারবেন।
বহুল আলোচনা রয়েছে যে, ফরাসী প্রেসিডন্ট আগামী কিছুদিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পদেও রদবদল হওয়ার জোর আলোচনা চলছে।
তবে ফিলিপের এ জয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার রাতে এলিজি প্রাসাদ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে প্যারিসে অ্যান ইদালগো সরকারী দলের জোটের প্রার্থীকে হারিয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। ৫০.২% ভোট পেয়ে বামপন্থী সোশ্যালিস্ট পাটির প্রার্থী ইদালগো নির্বাচিত হলেন। লে রিপাবলিক দলের প্রার্থী রাশিদা দাতি পেয়েছেন ৩২% ভোট, ক্ষমতাসীন দলের আন বুজি পেয়েছেন মাত্র ১৬% ভোট।
২৯ জুনের শেষদফার নির্বাচনের মাধ্যমে ফ্রান্সে ৩৫ হাজারের বেশি পৌরসভায় মেয়র ও তার পারিষদরা ৫ বছরের নির্বাচিত হলেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: