রবিবার, ৪ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সহচর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার স্মর‌ণে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল




ফ্রান্স থেকে মো : আবুল কালাম মামুন:

গত ৩০ আগষ্ট র‌বিবার প্যা‌রি‌সের এক অ‌ভিজাত রেস্টু‌রে‌ন্টে মরহুম আব্দুল জব্বার স্মু‌তি সংস‌দ ফ্রা‌ন্সের আহবায়ক হাসান সিরা‌জের সভাপ‌তি‌ত্বে, অন্যতম সদস্য পার‌ভেজ আহ‌মে‌দের সঞ্চালচনায় বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর সহচর সা‌বেক সংসদ সদস্য বীর মু‌ক্তি যোদ্ধা মরহুম আব্দুল জব্বার এর স্বর‌নে আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্টিত হয় ৷

এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ফ্রান্স আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি এম এ কা‌শেম , প্রধান বক্তা সহ সভাপ‌তি সুনাম উদ্দিন খা‌লেক , টে‌লিকন্ফা‌রে‌ন্সে বক্তব্য রা‌খেন উনার ২ কৃ‌তি সন্তান প্রধান মন্ত্রী শেখ হা‌সিনার প্র‌টোকল অ‌ফিসার ২ , অাবু জাফর রাজু ও কু্লাউড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক অাসম কামরুল ইসলাম , বি‌শেষ অ‌তি‌থি ফ্রান্স আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোওয়ার হোসেন কয়েছ , উপ‌দেষ্টা সা‌লেহ আহ‌মেদ চৌধুরী , বংঙ্গবন্দু প‌রিষদ ফ্রা‌ন্সের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম , জ‌হিরুল হক , মনাইম মিয়া , হারুনুর র‌শিদ , জয়নাল আবে‌দিন মা‌নিক , শ‌হিদ মিয়া , বাবু অজয় দাস , আজিজুর রহমান , আশরাফুর রহমান, মঈনুল ইসলাম, মাহবুবুল হক ক‌য়েছ, সাইদুর রহমান, বাচ্চু মিয়া, হাসান সি‌দ্দিকী, রা‌হেল অাহ‌মেদ, হা‌বিবুর রহমান প্রমূখ।

বক্তারা মরহুম আব্দুল জ‌ব্বা‌রের স্মৃ‌তি স্বরন ক‌রে ব‌লেন স‌ত্যিকার অ‌র্থে মা‌টি ও মানু‌ষের নেতা ছি‌লেন , যার ফ‌লে দীর্ঘ ২৮ বছর পরও দে‌শে ও বি‌দে‌শে অবস্থানরত কুলাউড়াবাসীর সা‌থে বাংলা‌দেশীরা উনা‌র সম্মা‌নে আলোচনা সভা কর‌তে‌ছে , তেম‌নি ভা‌বে আদর্শগত নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত ও অাদর্শ সন্তানরাও এলাকার খেদমত ক‌রে গে‌ছেন ৷ সভা শে‌ষে মরহুমার আত্বার মাগ‌ফেরাত কামনা সহ দে‌শে ,‌বি‌দে‌শে সবার সুস্থতা কামনায় দোয়া করা হয় ৷

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: