ফ্রান্স থেকে মোঃ আবুল কালাম মামুন:
ফ্রান্সে প্যারিসে এক অভিজাত রেস্টুরেন্টে গত ৩০ অাগষ্ট রবিবার বিপুল সংখ্যক মুন্সিগন্জ বিক্রমপুর ফ্রান্স প্রবাসীদের উপস্থিতে সংগঠনের প্রধান উপদেষ্টা আপেল সিকদারের সভাপতিত্বে , সাবেক সাধারন সম্পাদক রুহল আমীন আব্দুল্লাহের পরিচালনায় , উপদেষ্টা মো : সাহাবুদ্দিন খান , জসিম উদ্দিন , প্রিন্স , মো: দিপু, মো : সেন্টু , মো: আওলাদ হোসেন , মো : ইলিয়াছ , সাবেক সভাপতি আসাদ আলম বেপারী , সাবেক কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ মাদব্বর , মো: রুমেল মোহাম্মদ , মনির হোসেন , মোঃ মোল্লা কামাল , খোকন , সহ বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতে কমিটি ঘোষনা করা হয় ৷
সর্বসম্মতিক্রমে মোঃ সানাউল্লাহ সালমানকে সভাপতি , বি এম আরিফ কে সাধারন সম্পাদক , ও হিমন মাহমুদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ৷ নতুন কমিটির সভাপতি ,সাধারন সম্পাদক , সাংগঠনিক সম্পাদক বলেন উনারা সংগঠনের কর্মী হিসেবে সেবা করে যাবেন ৷ রুহুল আমীন আব্দুল্লাহ, বলেন নবাগত যে কোন মুন্সিগন্জ বিক্রমপুর প্রবাসীকে ১৫ দিন থাকা খাওয়া সহ সর্বাত্বক সহযোগিতার করতেন আগামীতেও করবেন বলে জানান