ডেস্ক রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জের মুমিত তুরস্কের সীমান্তে আট মাস থেকে নিখোঁজ রয়েছেন। এদিকে গোলাপগঞ্জের ফুলসাইন্দের বাসিন্দা দালাল জসিম তিন লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছে বলে এক ফেইসবুক স্ট্যাটাসে দাবি করছেন নিঁখোজ মুমিতের ভাই ফ্রান্স প্রবাসী জুনেদ আহমদ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানীগাজী গ্রামের আমির উদ্দিনের ছেলে মুমিত আহমদ দালালের প্ররোচনায় ওমান থেকে ইরান হয়ে তুরস্ক ঢুকার পথে নিঁখোজ হন।
নিখোঁজ মুমিতের বড় ভাই ফ্রান্স প্রবাসী জুনেদ আহমদ জানান, দালালের মাধ্যমে ইরান থেকে তুরস্ক ঢুকার পথে সে নিখোঁজ হয়। এখন দালালরা ফোনও রিসিভ করছে না। তিনি প্রথম দিকে একাধিকবার দালালদের সাথে যোগাযোগ করলে, দালালরা জানায়, সে ইরান জেলে রয়েছে কিন্তু এখন কেউ ফোন ধরে না।
কেউ তার ভাইয়ের সন্ধান দিতে পারলে তার সাথে যোগাযোগের অনুরোধ করেছেন।