শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে স্থায়ী শহিদ মিনার নির্মাণ : উদ্বোধন ২১ ফেব্রুয়ারি




শাবুল আহমেদ (প্যারিস) ফ্রান্স :

৫২’র ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে ফ্রান্সে নির্মিত হয়েছে প্রথম স্থায়ী শহিদ মিনার।
ফ্রান্স তথা পরবাসে নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দিতেই মূলত এই শহিদ মিনার নির্মাণের উদ্যোগ।
ফ্রান্সের দ্বিতীয় বৃহৎ প্রবাসী অধ্যুষিত এলাকা তুলুজ শহরে বহুল কাঙ্খিত এ শহিদ মিনারটি স্থাপন করা হয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই শহিদ মিনার।
ঐদিন সকাল ১০ টায় Parc Claifront, Bellefontaine, Toulouse এ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন তুলুজের মেয়র জন লুক মুডেনক

শহিদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, দীর্ঘ দিনের প্রচেষ্ঠার ফলশ্রুতিতে কাঙ্খিত শহিদ মিনার স্থাপন করতে পেরে আমরা খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত।
তিনি জানান, ফ্রান্সের তুলুজে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন, স্থানীয় মেয়র, সিটি কাউন্সিলসহ ফ্রান্স প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন ঘটেছে।
এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফ্রান্সে স্থায়ী শহিদ মিনার নির্মাণ প্রসঙ্গে- বাংলাদেশের খ্যাতিমান সংবাদিক ও গবেষক দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, শহিদ মিনার বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। যেখানেই বাঙলি সেখানেই গড়ে উঠছে শহিদ মিনার। নিঃসন্দেহে এটি আমাদের জন্য আনন্দ এবং গৌরবের।
তিনি বলেন, এরই মাধ্যমে বিশ্বসভায় ভিন্ন সংস্কৃতির পাশাপাশি বাঙালির গৌরবগাঁথা ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার তথা আমাদের নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: