রবিবার, ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

প্রমিত অনুবাদসহ খাছ ছিলোটি ছড়া : লোকমান আহম্মদ আপন




প্রমিত অনুবাদসহ খাছ ছিলোটি ছড়া :
লোকমান আহম্মদ আপন

আড়ুয়া ফারুক

দাওত ছাড়া মানসর বিয়াত
মাগনা খানি ফাইয়া
ফারুক মিয়া নাকে মুখে
গাইম দিয়া খাইয়া
বাজার থাকি তালি দিয়া
আড়ুয়ামি গান গাইয়া
আদা রাইতকুর আমল নিজোর
ভাংগা ঘরো আইয়া
ফুলা ফেটো ঢোল বাজাইয়া
থাকইন খালি চাইয়া,
আড়ুয়া ফারুক সুখে আছইন
মাগনা খানি খাইয়া।

অনুবাদ :

আনাড়ি ফারুক

দাওয়াত ছাড়া বিয়ে বাড়িত্
ফ্রি খাবার পাইয়া
ফারুক মিয়া নাকে মুখে
পেট ভরিয়া খাইয়া
বাজার থেকে তালি দিয়া
আনাড়ি গান গাইয়া
মধ্যরাতের পরে নিজের
ভাংগা ঘরে আইয়া
ফোলা পেটে ঢোল বাজাইয়া
থাকেন খালি চাইয়া
আনাড়ি ফারুক সুখে আছেন
ফ্রি খাবার খাইয়া।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: