লোকমান আহম্মদ আপন এর ছড়া : কথার দাম
দাম সকলে চায়যে কথার
কথা কি আর পণ্য
শহরে কি মাঠে হাটে
কথার কি আর সময় কাটে
কাস্টমারের অপেক্ষাতে
বিক্রি হবার জন্য?
পণ্য যদি না হয় তবে
সবাই কেন দাম চায়
কেউবা বলে পাকা কথা
কেই বলে না রাখা কথা
কথার দামেই তবে মানুষ
সুনাম আর দুর্নাম পায়।