মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন উদ্দিন:
এ এন্ড এ মাল্টিসার্ভিস এস আর এল কোম্পানি
মধ্য দিয়ে ভেনিসের প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসীদের ডকুমেন্টস, লিগালাইজেশন ও বিভিন্ন আবেদন এর সেবায় আওতায় শাখাটির উদ্ভোদন করেন।
চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলা সারিকাইত গ্রামের ডাঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া ছেলে আনোয়ারুল ইসলাম ভুঁইয়া (রুমি) ব্যবস্হাপক পরিচালক ।
উদ্ভোদনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম ভূইয়া (রুমি),
পরিচালক সাজেদা আক্তার লিমা, ইতালিয়ান এডভোকেট Boato lucio,ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল হোসেন সুমন, জাহাঙ্গীর আলম, বি,এম উজ্জ্বল, মোঃ দেলোয়ার হোসেন, মুরাদ হোসন,মোঃ সোহেল সহ আরো অনেকে।
এ এন্ড এ মাল্টিসার্ভিস এস আর এল কোম্পানির ব্যবস্হাপক পরিচালক আনোয়ারুল ইসলাম ভুঁইয়া রুমি এ সময় তাদের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে জনকল্যাণমুখী সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোক্তা হিসেবে আনোয়ারুল ইসলাম ভুঁইয়া রুমি ভেনিসের
আরো ৫টি কোম্পানি এর সত্তাধিকারী( ভেনিস পার্ক হাউস, ভেনিস বেস্ট ভেকেশন,ভেনিস হলি ডে,ভেনিস ষ্টার হাউস, ভেনিস গার্ডেন হাউস) ।
করোনা পরিস্থিতিতে ইতালিয়ান সরকার ঘোষিত বিভিন্ন বোনাস আবেদন, পেরমেসসো সজর্নো নবায়ন, নাগরিকত্ব আবেদন, বেবি বোনাস, বেকার ভাতা, ইন্সুরেন্স, বুস্তা পাগা, কুদ, উনিকো, পারতিতা ইভা, ডমেস্টিক কন্ট্রাক্ট, ইজে সহ সকল ধরনের আবেদন করা যাবে ।
আরো বিশেষ সেবা সমূহ…
১/দেশে টাকা পাঠানো
২/বিমান টিকেট
৩/বাড়ী কেনার সকল প্রকার সহযোগিতা
৪/বাড়ী কেনার জন্য লোন এর সুব্যবস্হা
৫/ফ্যামিলি আনার জন্য সহযোগিতা
৬/রেসিডেন্স এবং আলোজ্জর জন্য সহযোগিতা
৭/মিলান এম্বাসির এপয়েন্টমেন্ট সহ সকল প্রকার ডকুমেন্ট এর জন্য সহযোগিতা
৮/সকল প্রকার ফ্যামিলি বোনাস এবং ভাতা এর জন্যা আবেদন
৯/মডেল্ল ৭৩০ এর আবেদন
১০/বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং
১১/ ফটোকপি করা হয়।
স্হান ভিয়া জুসেপ্পে রেভরে ১