শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

কানাডায় মেগা ঈদমেলা, জমে উঠেছে কেনাকাটা




কানাডা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার ক্যালগেরির ফলকনরিজ কমিউনিটি সেন্টারে জমে উঠেছে প্রবাসীদের ঈদের কেনাকাটা।

মেলায় ছিল রং-বেরঙের বাহারি শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারি সরঞ্জাম, হেনা-মেহেদীসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য সংখ্যক স্টল। এছাড়াও মেলায় ইফতারির সুব্যবস্থা ছিল।

মেলায় বিভিন্ন ব্যবসায়ীরা নতুন নতুন কালেকশন নিয়ে এসেছিল। এরমধ্যে মহিলাদের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ এর পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া ছিল। দীর্ঘ দুই বছর পর নতুন করে মেলা শুরু হওয়ায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সাথে।
অনেক স্টলেই ক্রেতাদের জন্য সারপ্রাইস উপহারের পাশাপাশি ডিসকাউন্টের ও বিশেষ ব্যবস্থা ছিল।

মেগা ঈদমেলার আয়োজক ইকবাল রহমান জানান, মেগা ঈদমেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে মহিলারা তাদের পোশাকসহ সাজসজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশসহ ইন্ডিয়া ও পাকিস্তানের তৈরি পোশাক ও মেলায় স্থান পেয়েছে। তিনি আরও বলেন, করনোকালীন গত দুই বছরে অনেকেই কেনাকাটা থেকে ছিল বঞ্চিত। এ বছর তা হচ্ছে না। মেলায় অনেকেই এসে পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করেছেন।

উল্লেখ্য, ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদে সবাই পরিবারের সদস্যদের মধ্যে উপহার দিয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করবেন- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: