করোনা
আবুল কালাম তালুকদার
আর কতো খাবে বল লক্ষ সহস্র তাজা প্রাণ
চোখে না দেখা অদৃশ্য ভাইরাস
ছোট ছোট অনু কণা ধ্বংস করে দিচ্ছে মহা শক্তিশালী রাষ্ট্রের নির্মিত বিশাল অথনীতির অট্টালিকা।
বিচক্ষণ অস্রোপাচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেড়ে নিচ্ছ লাখো প্রাণ।
কার কাছে প্রার্থনা কররো বলো বাঁচার
বিধাতা তোমাকে ছাড়া।
তুমি তো পারো আমাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে
নিমিশেই সমূলে ধ্বংস করে দিতে করোনার এ পাপাত্মাকে।
৩১জুলাই ২০২১
গুরুদাসপুর, নাটোর।