সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

করোনা




করোনা
আবুল কালাম তালুকদার

আর কতো খাবে বল লক্ষ সহস্র তাজা প্রাণ
চোখে না দেখা অদৃশ্য ভাইরাস
ছোট ছোট অনু কণা ধ্বংস করে দিচ্ছে মহা শক্তিশালী রাষ্ট্রের নির্মিত বিশাল অথনীতির অট্টালিকা।
বিচক্ষণ অস্রোপাচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেড়ে নিচ্ছ লাখো প্রাণ।
কার কাছে প্রার্থনা কররো বলো বাঁচার
বিধাতা তোমাকে ছাড়া।
তুমি তো পারো আমাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে
নিমিশেই সমূলে ধ্বংস করে দিতে করোনার এ পাপাত্মাকে।

৩১জুলাই ২০২১
গুরুদাসপুর, নাটোর।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: