গ্রীস প্রতিনিধি:
অনিবন্ধিতভাবে গ্রীসে থাকা ১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিতে যাচ্ছে সে দেশের সরকার। এরপর প্রতিবছর অন্তত চার হাজার কর্মীও নেবে ইউরোপের দেশটি। এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ শুক্রবার এ খবর জানিয়ে বলেন, বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্ট এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে গ্রীসের অভিবাসনমন্ত্রী নতিস মিতারাচির ঢাকা সফরে বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার কর্মী নেওয়া ও অবৈধদের বৈধ করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্ট সেই সমঝোতা অনুমোদন করেছে জানিয়ে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এখন পরবর্তী প্রক্রিয়া নিয়ে কাজ হবে।
গ্রীসে বর্তমানে ৩০ হাজার বাংলাদেশি বাস করেন জানিয়ে তিনি জানান, এর মধ্যে ১২ হাজার আছেন বৈধ। বাকি ১৮ হাজার অনথিভুক্ত। তাদের মধ্যে ১৫ হাজার সমঝোতা অনুযায়ী বৈধতা পাবেন।