রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

এস্তলাব স্কুলের শিক্ষার্থীদের ফ্রান্সের ঐতিহাসিক ‘প্লাস দ্য ল’অপেরা’ ভ্রমণ




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :

প্যারিসের এস্তলাব স্কুলের ফরাসি ভাষা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফরাসি সভ্যতার ঐতিহাসিক ও অনন্য স্থান ‘প্লাস দ্য ল’অপেরা’ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
এস্তলাব ফখমাসিঁও পিএফডি’র আয়োজনে শুক্রবার দুপুরে এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসর ক্রিস্টিন’র নেতৃত্বে শিক্ষার্থীরা প্লাস দ্য ল’অপেরা ঘুরে ঘুরে দেখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস্তলাব স্কুলের ফরাসি ভাষা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সারাহ হামজা, নাভুদওয়া সিবা, বেলগিন ইসেন, জিস্টিনা, সারিতা, রিভরো রেনান, বারাকা হাতাওউমাতা, সিকো, এলেন, শাবুল আহমেদ, ওয়াসি কারিমা ও আমিনা জায়তুন প্রমুখ। শিক্ষার্থীরা অপেরার ঐতিহাসিক ভবনের বিভিন্ন স্থান, মিউজিয়াম, লাইব্রেরি ইত্যাদি ঘুরে দেখেন।
চমৎকার সুন্দর একটি দিন উপভোগের উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী নাভুদওয়া সিবা বলেন, একটি আনন্দময় ভ্রমণ শুধু যে মনকে উৎফুল্ল করে তা নয়, এর ভেতর দিয়ে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জনের সুযোগ থাকে। তিনি বলেন, নিজেকে জানার পাশাপাশি আজকের এই ভ্রমণ ফরাসি সভ্যতার অনেক কিছুর সঙ্গে পরিচয় ঘটিয়েছে, যা আগামীর পাথেয় হয়ে থাকবে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: