রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বড় হচ্ছে আইছার মানবিক টিম: সদস্য আহ্বান




ডেস্ক রিপোর্ট:

প্যারিসে প্রবাসী বাংলাদেশীদের জন্য আইনী সহায়তা কেন্দ্র আইছা (AISA) এবার মানবিক কার্যক্রমকে আরো প্রসারিত করছে। এ লক্ষ্যে মানবিক টিম গঠন করছে আইছা। এ মানবিক টিমে যেকেউ সদস্য হতে পারবেন। মানবিক এ টিম শুধুমাত্র সহযোগিতামূলক কাজ আঞ্জাম দেবে।

প্রাথমিকভাবে আইছা’র মানবিক টিম যে কাজগুলো করার লক্ষ্য নিয়ে যাত্রা করবে তা হচ্ছে;
(১) প্রতিমাসে ফ্রান্সের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের অন্তত একবেলা খাবার খাওয়ানো।
(২) বাংলাদেশের গরীব মানুষের পাশে বিপদ ও দুঃসময়ে দাঁড়ানো
(৩) প্রতি ঈদে পথশিশু ও অসহায় মানুষদের মাঝে কাপড় ও গরুর গোশত বিতরণ।
(৪) ফ্রান্সে বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন আন্দোলনে ও সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ।
(৫) বিভিন্ন সময়ে আনন্দ ভ্রমণ,শিক্ষা সফরের ব্যবস্থা করা। এছাড়াও এই মানবিক টিম আরো বিভিন্ন কর্মসূচী হাতে নেবে-সদস্যদের পরামর্শক্রমে।

আইছা’র মানবিক এ টিমের সদস্যরা AISA এর প্রফেশনাল সার্ভিস থেকে কিছু সুবিধা পাবেন। যেমন তাদের অফিসিয়াল কাজ আমরা ফ্রিতে করে দেওয়া হবে, যাদের কাগজ নেই তাদেরকে কাজ খুঁজে দেয়ার চেষ্টা করা হবে।

তাই, আইছা’র মানবিক টিমের সদস্য হতে- 83 rue de faubourg Saint Martin, 75010 Paris. ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে । অফিস  দুপুর ১২টা থেকে ৬ টা পর্যন্ত খোলা। মোবাইলঃ 07.65.79.13.42

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: