মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ




নিজস্ব প্রতিবেদক :

প্যারিসে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের আয়োজনে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও ভ্রাতিপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের সভাপতি শামিমা আক্তার রুবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমীনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মিয়া,প্রবীণ সাংবাদিক এম মান্নান আজাদ, বাগপা কেন্দ্রীয় পর্ষদের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ফ্রান্স বিএনপি উপদেস্টা মানিক মিয়া,সহ সাধারন সম্পাদক কৃষক আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা ডক্টর কামরুল ইসলাম, যুবদল নেতা মাইন উদ্দিন দেওয়ান, সংগঠনের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন আহমদ, সংগঠনের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমদ, যুগ্ন সম্পাদক আলী সুফিয়ান কাউসার, এডভোকেট মামুন, যুবদল নেতা শেখ সেলিম, সাবেক ছাত্রদল নেতা সিয়াম, মোহাম্মদ ওমর,সাব্বির আহম্মেদ, মোহাম্মদ রুবেল, ছাত্রনেতা রবিন আহমেদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে আজকে বাংলাদেশে মানবাধিকার ভূলুণ্ঠিত, মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন কোথাও নেই। বর্তমান অগণতান্ত্রিক সরকার পুনরায় সাধারণ মানুষের ভোটের অধিকার বঞ্চিত করে একতরফা নির্লজ্জ ভোটের তামাশায় মশগুল। যা একটি স্বাধীন দেশে কোনভাবেই মেনে নেয়া যায়না। এই অবস্থায় সকলকে সোচ্চার হতে হবে, সকলকে অন্যায়-অবিচার-কুশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

পরে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: