মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স):

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে প্যারিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বিজয় উদযাপন পরিষদ- ফ্রান্সের উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ২ টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে 52 Place de Torcy অবস্থিত একটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জিএইচ ইউনিভার্সিটি অব প্যারিসের খ্যাতিমান চিকিৎসক ডা. উত্তম বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, বঙ্গবন্ধু পরিষদ, ফ্রান্সের সভাপতি এ বি এম শাহজাহান, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ ফ্রান্সের প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান সারু, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, বঙ্গবন্ধু পরিষদ, ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজম খান, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী।

আলোচনা সভা পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন মৌসুমী চক্রবর্তী, মিনাক্ষী, বাউল আব্দুল শহীদ (লন্ডন), পাপিয়া পাল, শতাব্দী কর (লন্ডন)। নৃত্য পরিবেশনায়- সুবর্ণা তালুকদার, সুমন আহমেদ, ডোনা সাহাসহ প্যারিসের বিভিন্ন শিল্পীবৃন্দ।

ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের সভাপতি কাজী এনায়েত উল্লাহ ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: