সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

আন্তর্জাতিক নারী দিবসে সাফ’র উদ্যোগে ‘নারীদের কথা’ ৯ মার্চ




নিজস্ব প্রতিবেদক :

নারীর প্রতি সম্মান ও সমঅধিকারের বার্তার পাশাপাশি নারীদের অবদানকে স্বীকৃতির প্রয়াস নিয়ে সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে প্যারিসে ‘নারীদের কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৯ মার্চ) বিকালে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরের পাশে (Bourse du travail de Paris :
3 rue du château d’eau
75010 Paris
(Salle : Ambroise Croizat)- হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“সত্যিকারের মুক্ত মানুষের মধ্যে, নারীরা স্বাধীন এবং আরাধ্য।” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠেয় আয়োজনে আলোচনা সভার পাশাপাশি নারীদের সফলতার গল্প, কুইজ প্রতিযোগিতা, শিশুদের খেলা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্রণ জানিয়েছেন সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: