সুখের পদাবলি
আবুল কালাম তালুকদার
সকালের প্রকৃতিতে শান্ত প্রভাত
সব বর্ষা শেষে জীবনের এসেছে রোদ
ক্লান্তির পথ শেষে দুঃখরা ছাড়িয়েছে তেপান্তর
অধঃপতনের ভেঙেছে শরীর
পাখিদের কলতানে জমেছে ফুলেদের সমাবেশ
হৃদয় নদীতে সুখের জোয়ারে ভেসে গেছে বেদনার ঢেউ
তোমার আগমনী উল্লাসে সুখের প্রাপ্তিরা মেলেছে ডানা
জীবনের সব সুখেরা পোহাচ্ছে নরোম রোদ
10 সেপ্টেম্বর 2024