বন্দী ঘরের কোণে
স্কুল খোলা নেই, মাঠেও নিষেধ
বন্দী আছি ঘরে
এর আগে আর কোনদিনও
হয়নি এমন করে।
মা বলেছে এখন সবার
বাইরে যাওয়া বারণ
কী যেনো এক ছোঁয়াচে রোগ
বন্দী থাকার কারণ।
স্কুলের পরে নিয়ম করে
খেলতে যেতাম মাঠে
ঘরের কোণে ট্যাবে খেলে
এখন সময় কাটে।
কিন্তু আমার ভাল্লাগেনা
ঘরের কোণে থাকা
বাইরে যাবার জন্যে আমার
বুকটা করে খাঁ খাঁ।