মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনার পঞ্চপদী :: ফায়সাল আইয়ূব




০১. আততায়ী

করোনা এখন যেনো আততায়ী বাঘ
বাঘভয়ে মানুষেরা ঘরকোণা ছাগ
কবে কাকে ধরে ফেলে
যমঘরে দেয় ঠেলে
সেই ভয়ে জপে সবে বাঘ ও রে ভাগ!

করোনার কোপানলে কুপোকাত বিশ্ব
রাজারানি বাদশারা তার কাছে নিঃস্ব
নেই চোখ নেই হাত
নেই মুখ নেই দাঁত
তবু ভয়ে বদলালো দুনিয়ার দৃশ্য !

০২. গিনিপিগ

পৃথিবীটা আজ এক গবেষণাগার
নরনারী গিনিপিগ কাতারে কাতার
মারছে মানুষ তারা
মানবতা দিশেহারা
শতকোটি বাড়িঘর হলো কারাগার!

দানবেরা বানিয়েছে নিরাকার যম
যমেরা কাড়ছে আজ মানবের দম
থাকবো আগের মতো
ক্ষয়ক্ষতি হোক যতো—
মুখে বলা যায় তবে সেই আশা কম।

০৩. লাশের নামতা

যে বিষ ছড়ালো তারা মানুষের বুকে
মরে না তাদের কেউ সেই বিষে ধুকে
দুশো নয় দেশে আজ
পড়ছে বিষের বাজ
কারোর ক্ষমতা নেই সেই বাজ রুখে!

লাশের নামতা জপে দিন হয় পার
যদিও মনের ঘরে বেদনা অপার
করোনা বানায় যারা
নিরাপদে থাকে তারা
লাশে লাশে স্তূপাকার কবরের পার!

০৪. এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ

কামান বন্দুক নেই, নেই লৌহবস্ত্র
বোমারু বিমান নেই সকলে নিরস্ত্র
তবুও মানুষ মরে
পৃথিবীর ঘরে ঘরে
প্রত্যেক ইঞ্চিতে আজ করোনা সশস্ত্র!

নেই ট্যাংক নেই বোমা নেই ক্ষেপণাস্ত্র
যুদ্ধের দামামা নেই, নেই সমরাস্ত্র
তবুও চলছে যুদ্ধ
পৃথিবীটা অবরুদ্ধ
করোনা মানুষখেকো সূক্ষ্ম মারণাস্ত্র!

০৫. ছঁইতেমরা বেমার

তোমাকে দেয় না ছুঁতে ছঁইতেমরা
তিলে তিলে মরি আজ কইতেমরা
কেউ তো চায় না রোগ
চায় না তো শোক ভোগ
তোমার দূরত্বে আমি রইতেমরা।

মার্চ ২৭, ২০২০ ।। প্যারিস, ফ্রান্স ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: