বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে ৫ আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক বাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত




ডেস্ক রিপোর্ট :

বাসদ সমর্থক ফোরাম ফ্রান্স শাখারা উদ্যোগে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে প্রবাসী বাংলাদেশীদের ভাবনা, পরামর্শ ও প্রত্যাশা নিয়ে গত ২১ সেপ্টেম্বর প্যারিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এডভোকেট কাজি আব্দুলাহ আল মামুন এবং সভা পরিচালনা করেন বাসদ সমর্থক ফোরাম ফ্রান্স শাখার সমন্বয়ক মাসুক মিয়া মামুন।

 

বাসদ সমর্থক ফোরাম ফ্রান্সের আয়োজনে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক মনছুর চৌধুরী এবং শেখ সাদী রহমতুল্লাহ রুমু। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্স ইপিএস কমিউনিটির সভাপতি এলান খান চৌধুরী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের সদস্য সচিব তপু বড়ুয়া, চারণ সদস্য ও নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল, রাকিবুল ইসলাম, এমদাদল হক, সৈয়দ এমদাদ রহমান, পিয়াস প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক ৫ আগাস্ট ২০২৪ বাংলাদেশের ছাত্র জনতার গনঅভ্যুত্থান সম্পর্কে নিজ নিজ দৃষ্টি ভঙ্গি থেকে বিস্তারিত আলোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শোষণ নিপীড়ন মুক্ত সুশাসন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

মতবিনিময় সভার প্রধান অতিথি বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন- বাংলাদেশের সংবিধান বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বিভিন্ন সময়ে শাসক শ্রেণী নিজেদের প্রয়োজনে সংশোধন করেছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার কথা তোয়াক্কা না করে নিজেদের আখের গোছাতে ইচ্ছে মতো দেশ পরিচালনা করেছে। স্বাধীনতার ৫০ বছর পরে এসেও জনগণ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাংলাদেশ পায়নি। একের পর এক প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতাশালীরা জনগণের সাংবিধানিক অধিকার সুষ্ঠু নির্বাচন ও ভোটের থেকে বঞ্চিত করেছে। আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের সামনে আবারো নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সমাজে সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাসদের পক্ষ থেকে সকলের প্রতি এই আহ্বান জানিয়েছেন। সেই সাথে পরামর্শ রাখেন যেন অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে মতবিনিময় করে নির্বাচনে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: