বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে চলছে শীর্ষ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’




শাহ সুহেল আহমদ, লিসবন থেকেঃ

পর্তুগালের রাজধানী লিসবনে চলছে তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন ওয়েব সামিট-২০২৩ এর। আলটিস এরিনার ফেইরা ইন্টারন্যাশনাল দ্য লিসবোয়াতে এই সম্মেলনে বিশ্বের ১৫৩টি দেশ থেকে ৭০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া সামিটের সমাপ্তি ঘটবে বৃহস্পতিবার।

ওয়েব সামিটের প্রকাশিত তথ্য অনুসারে, অংশগ্রহণকারীদের ৪৩ শতাংস ও বিশেষ বক্তাদের ৩৮ শতাংসই নারী।

সামিটকে ঘিরে রাজধানী লিসবন মুখরতি হয়ে ওঠেছে। তথ্য মতে, লিসবনের ৮৩ শতাংশ হোটেল মোটেল ইতোমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে।

প্রতি বছর বিশ্বের সেরা কোম্পানিগুলোর অংশগ্রহণে ওয়েব সামিটের এই সম্মেলন হলেও এবার গুগল, স্যামসাং এর মতো প্রতিষ্ঠানগুলো অংশ নেয় নি।

উল্লেখ্য, সম্মেলনের মাত্র তিন সপ্তাহ আগে ওয়েব সামিটের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা পেডি কসগ্রেভ ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে মন্তব্য করার জেরে পদত্যাগ করতে বাধ্য হন। সপ্তাহ দুয়েক আগেই উইকিমিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথেরিন মাহেরকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: