গ্রামের ছবি
আবুল কালাম তালুকদার
সৌহার্দ সুন্দরে ভরেছে ধরনী
অবাক বিষ্ময়ে চেয়ে থাকি চারপাশ
সৃষ্টির বৃষ্টিতে সাতরঙা সুখে ভরে যায় মন
নির্মল বাতাসে দূর হয় গরমের তীব্রতা
ছোট বড় সব অনুষ্ঠানে এখনো বেজে ওঠে
পুরনো দিনের মধুর গান।
বিদ্যুতের আদলে নেই তিমির রাত
আগের মতোন আষাঢ়ে বর্ষণ নেই বলে
পূর্ণ যৌবনে বেড়ে ওঠছে খাল ও নদী পাড়ের সবুজ ঘাস
বাঁকা চাঁদের ইদ আনন্দে মেতে ওঠে সব বয়সি মানুষ
সুখ স্বপ্নের রাতে শেষে মুয়াজ্জিনের আজানে
ভোরের পৃথিবীতে জেগে ওঠে যে গ্রাম
তার ক্যানভাস এখনো প্রতিদিন সুখের তুলিতে এঁকে যায়
নিদারুণ ছবি।