সোমবার, ১৪ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

ফায়সাল আইয়ূব এর একগুচ্ছ পঞ্চপদী




ফায়সাল আইয়ূব এর

একগুচ্ছ পঞ্চপদী

ডানাঅলা দিন

সিলেট শহর ছিলো তোমার আমার
আমরা করেছি তাতে রোদের খামার
ক্ষুধাসক্ত ক্ষণগুলি
ছিলো টিয়া বুলবুলি
ডানাঅলা দুই প্রাণ ছিলো না থামার!

০২
ডানাঅলা প্রাণে থাকে ছুটবার বোধ
আমরা দলেছি কতো সামাজিক ক্রোধ
সেই সব দিনে কতো
জেগে জেগে ভোর হতো
নিথর প্রাণের মাঝে থাকে না তো রোদ।

ছিলো দিন রিনিঝিন

ছিলো দিন রিনিঝিন, আজ তা অতীত
রাত দিন শোনা হতো তুফানের গীত
তুফান থাকে না মনে
যে কাঁপাতো ক্ষণে ক্ষণে
গরমের কাল শেষে এসে যায় শীত।

০২
আমাদের দিনগুলো হারালো কোথায়
উড়িতো যেসব দিন ঘুড়ির সুতায়
কোথায় হারালো ঘুড়ি
কোথায় নাটাই কুড়ি
বয়স দেখছি আজ জামায় জুতায়।

বাঁচি বর্তমানে

অতীতে থাকে না কেউ, থাকে বর্তমানে
আগামী আসে না কারো বাড়ির উঠানে
অতীত, পড়েই থাকে
আগামী, দেখি না যাকে
বর্তমানে বেঁচে থাকো, গানে ও তুফানে!

০২
আজকেই বাঁচি আমি, গতকালে নয়
গতকাল চিরকাল পিছে পড়ে রয়
শ্বাসের ভরসা কই
এই আছি এই নই
হয়তো কবরে হবে কাল সূর্যোদয়।

ডাকাতেরা ছত্রভঙ্গ

লুটের নেশায় তারা বেঁধেছিলো জোট
প্রত্যকেই লুটেছিলো লক্ষ কোটি নোট
স্বদেশ বিবস্ত্র করে
বিদেশের পথ ধরে
তোয়াক্কা করে নি তারা জনতার ভোট!

০২
জোটবদ্ধ ডাকাতেরা ছত্রভঙ্গ আজ
মানুষ ছিলো না তারা, ছিলো সবে বাজ
স্বদেশ লুটেছে তারা
তবু নয় দিশেহারা
ফেরারি জীবনে শুধু শিরে নেই তাজ।

গুরুত্ব প্রেমের শিখা

দূরত্ব বাড়াতে হয় গুরুত্ব কমলে
নদীও তো থেমে যায় বরফে জমলে
মোম ততক্ষণ গলে
যতক্ষণ শিখা জ্বলে
গুরুত্ব প্রেমের শিখা, জ্বলে না জমলে।

০২
গুরুত্ব যখন কমে দূরত্ব বাড়বে
একে অপরের শুধু দোষটা নাড়বে
গুরুত্ব প্রেমের শর্ত
দোষারোপে হয় গর্ত
গর্তের গোখরা জেনো গরল ছাড়বে।

নারীর চাহিদা

নারীর চাহিদা কেউ মেটাতে পারে না
বহুকিছু ছাড়ে নারী, স্বামীকে ছাড়ে না
কখনো হবে না খোশ
স্বামীতেই যতো রোষ
নারীরা কখনো কোনো বাজিতে হারে না!

০২
নারীর সুখের লাগি খেটে মরে নর
জোয়ানি ফুরালে তারা সকলের পর
পুরুষের পরিবারে
নারীই শাসায় তারে
স্বামীর উঠতে নেই কখনোই জ্বর!

গুরুত্ব প্রেমের শিখা

দূরত্ব বাড়াতে হয় গুরুত্ব কমলে
নদীও তো থেমে যায় বরফে জমলে
মোম ততক্ষণ গলে
যতক্ষণ শিখা জ্বলে
গুরুত্ব প্রেমের শিখা, জ্বলে না জমলে।

০২
গুরুত্ব যখন কমে দূরত্ব বাড়বে
একে অপরের শুধু দোষটা নাড়বে
গুরুত্ব প্রেমের শর্ত
দোষারোপে হয় গর্ত
গর্তের গোখরা জেনো গরল ছাড়বে।

স্পর্শ

দূরত্বে ঘোচে না দুখ, কাছে আসো প্রিয়
জাগতে পরম সুখে ত্বকস্পর্শ দিও
স্পর্শের আনন্দ অথৈ
চলো না, বারুদ হই
দূরত্বে হয় না প্রেম, খুব জেনে নিও!

০২
আমার দূরত্বে তুমি নিজেকে পোড়াবে
দুহাত বাড়িয়ে দেখো প্রশান্তি কুড়াবে
স্পর্শানন্দে জ্বলে উঠি
সুখানন্দে লুটোপুটি
আমাকে জড়িয়ে ধরো, পরাণ জুড়াবে!

মখমলি মেঘ

সুনীল আকাশে তুমি মখমলি মেঘ
বেলোয়ারি ক্ষণে তুমি আমার আবেগ
মেঘেরাই বৃষ্টি হয়
অনুরাগে সৃষ্টি হয়
রাগের বাগান তুমি, অনুরাগে বেগ।

০২
আমার আনন্দ তুমি, ভাটিয়ালি সুখ
আমার অসুখ তুমি, উজানের দুখ
আমার সাম্পান তুমি
কখনোবা মরুভূমি…
সুখের অসুখে চাই তোমার প্রমুখ।

 

নারী ও রমণী

রমণী হয় না সব মায়াময় নারী
রমণীরা সমাজের তীক্ষ্ণ তরবারি
মাতা ও দুহিতা নারী
তারা হৃদয়ের বাড়ি
নারীরা মেঘের মতো, রমণীরা বারি।

০২
সকলেই নারী, তবে কেউ তো রমণী
রমণী জাগিয়ে দেয় মর্দের ধমনী
দেখতে পুরুষ, তবে
মরদ নয় তো সবে
নারীরা পুরুষ খোঁজে, রমণীরা মণি।

সুনির্বাচিতা

নারীর যতনে নর হয়ে যায় বর
অবহেলা পেলে ছাড়ে আপনার ঘর
বরের যতন নিলে
ইহ-পরকাল মিলে
প্রশান্ত আত্মায় নেই অশান্তির জ্বর।

০২
রানি যদি হতে চাও রাজা করো তারে—
বধূ করে আনে ঘরে যে কিনা তোমারে
বধূ তো সুনির্বাচিতা
কখনোই ভুলো না তা
সকল বিশ্বস্ত রাজা রানিকে শুমারে।

 

আলস্যে আইঞ্জা মারে

একটা সময় আসে, লাঠি ওঠে হাতে
তখন হয় না ঘুম ভালো মতো রাতে
বিগত দিনের মুখ
দেয় সুখ দেয় দুখ
আলস্যে আইঞ্জা মারে সুপেয় প্রভাতে।

০২
একটা সময় আসে, শরীরের ঘরে
ব্যথার বসত হয় নারী আর নরে
স্বজনের অবহেলা
জোট বেঁধে করে খেলা
মানুষ মানুষ থেকে সরে যায় মরে।

 

ব্যথার কারণ

আমার আনন্দ যার ব্যথার কারণ
তার সাথে ওঠাবসা গুরুর বারণ
গুরুর আদেশ হলো
তার সাথে তুমি চলো
যে মুখ ভুলিয়ে দেয় হীরার চারণ।

০২
আমার অসুখে যার মনে জাগে সুখ
আমার আনন্দ দেখে যে হয় বিমুখ
তার সাথে বসবাস
প্রত্যহ গলায় ফাঁস
কখনো ফাঁসের টানে ফেটে যায় চোখ।

ধ্যানেই প্রশান্তি

এতোটা নাচি না আমি আর কিছু পেলে
যতোটা নাচতে পারি কবিতায় খেলে
আমাকে লিখতে দিও
তবেই তুমি যে প্রিয়
কখনো ভোলো না, আমি কবিতার ছেলে!

০২
কবিতা আমার ধ্যান, ধ্যানেই প্রশান্তি
ধ্যানহীন ক্ষণগুলো মনে হয় ভ্রান্তি
প্রশান্তি সকলে চায়
তবু কি তা সবে পায়
ধ্যানে জাগে আত্মা, মিলে পরমের শান্তি।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: