নিজস্ব প্রতিবেদক:
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে “তথ্য অধিকার: প্রযুক্তি ব্যবহার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। গত রবিবার (২০ জুলাই ২০২৫) সন্ধ্যায় প্যারিসের একটি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খালিদুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠক সেলিম আহমদ, লিগাল এইডের চেয়ারম্যান আজাদ মিয়া, এবং কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম।
মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।
আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডনপ্রবাসী যুবনেতা হাসান আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পরিবেশ সাংবাদিক শেখ এমরান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের সভাপতি আমিনুর রহমান লেচু, ছাত্রনেতা সমাদুর রহমান অপু, শিহাব আহমদ ও হাসান আহমদ।
ক্লাবের অর্থ সম্পাদক আহমদ লুবেদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সেমিনারে তথ্য অধিকার বিষয়ক সচেতনতা ও প্রযুক্তি ব্যবহার নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
তার মধ্যে উল্লেখযোগ্য—
১. তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইন ও স্কুল-কলেজে কর্মশালার আয়োজন করা।
২. প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা—যেমন: ওয়েবসাইটে তথ্য খোঁজা, আবেদনপত্র পূরণ ইত্যাদি।
৩. সরকারি ওয়েবসাইটসমূহ আরও ব্যবহারবান্ধব করে তোলা, সহজ ভাষায় তথ্য উপস্থাপন এবং নিয়মিত হালনাগাদ নিশ্চিত করা।
৪. নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ—যেমন, মহিলা ডিজিটাল সেন্টার, গ্রামীণ তথ্য সহায়তা বুথ, তথ্য সুরক্ষা ব্যবস্থা।
৫. প্রবাসীদের অংশগ্রহণমূলক পরিসংখ্যান প্রণয়ন—“Participatory Statistics” পদ্ধতিতে দূতাবাস পর্যায়ে বিভাগভিত্তিক তথ্য সংগ্রহের প্রস্তাব।
প্রধান অতিথি ড. খালিদুর রহমান তার বক্তব্যে বলেন, “সেমিনারে উপস্থাপিত প্রস্তাবনাগুলোর গুরুত্ব আমরা উপলব্ধি করছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এ বিষয়ে গবেষণা ও কার্যকর পদক্ষেপ নিতে আমরা আগ্রহী।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী যে শ্রম দিচ্ছে, সেটাই ডলারে রূপান্তরিত হয়ে রেমিটেন্স হিসেবে দেশে প্রবাহিত হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, সেই ডলার আবার নানা উপায়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই অর্থ পাচার রোধ না করতে পারলে দেশের অর্থনীতি বারবার পিছিয়ে পড়বে।”
তিনি উল্লেখ করেন, “যেদিন আমরা অর্থ পাচার রোধ করতে পারব, সেদিনই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পথে আরও এগিয়ে যাবে।”
সেমিনারে বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, ডিজিটাল প্রবেশাধিকারের সমতা, এবং প্রবাসীদের তথ্য অন্তর্ভুক্তির মাধ্যমে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।