শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজন ও মিলনমেলা




ফ্রান্স প্রতিনিধি:

প্রবাসে থেকেও শেকড়ের টানে একত্রিত হলেন ফ্রান্সের কুলাউড়া উপজেলার শতাধিক প্রবাসী পরিবার।

গত ৩ আগস্ট (রবিবার), প্যারিসের উপকণ্ঠে লা-কর্নোভ পার্কে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বনভোজন ও মিলনমেলা, যা আয়োজন করে “কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, ফ্রান্স”।

আয়োজনে অংশ নেন কুলাউড়ার প্রায় ৬০টি পরিবারসহ তিন শতাধিক প্রবাসী নারী-পুরুষ ও শিশু-কিশোর। উৎসবের আবহে গোটা পার্ক যেন রূপ নেয় এক খণ্ড কুলাউড়ায়—হাসি, গল্প, স্মৃতিচারণ ও খেলা-ধুলায় মুখরিত ছিল পুরো দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী মতিন এবং সঞ্চালনায় ছিলেন খাঁন জিলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন: সাব্বির আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান কুটি, মিজানুর রহমান, সামসুজ্জামান জালাল, রাজনুল আমিন, খায়রুল আমিন খসরু, আনোয়ার হোসেন প্রমুখ।

কমিউনিটির আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম.এ. বার তাহের, আব্দুল মানিক ও সালেহ উদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, সাংবাদিক লুৎফর রহমান বাবু, আবুল কালাম মামুন, কামাল হোসেন, সাংবাদিক এমসি রুমেলসহ আরও অনেকে।

দিনব্যাপী এই মিলনমেলায় ছিল মধ্যাহ্নভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পুরুষদের জন্য ছিল ফুটবল ও হা-ডু-ডু, নারীদের জন্য বালিশ খেলা ও চেয়ার প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, লং দৌড়সহ বিভিন্ন খেলাধুলা।

সবশেষে আয়োজন করা হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারী প্রত্যেক পরিবারকে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলাধুলার উপকরণ।

অনুষ্ঠান সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: জুনেদ ফারহান, তৌফিক আবির, একে এম শাহ খয়রুল, কামরুল হাসান ইমন, সৈয়দ কালাম ও তাজুল ইসলাম খান।

যুগ্ম-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মুরাদ আহমেদ, মোঃ দুলাল হোসেন, ফুয়াদ হাসান মিটু ও জুনেদ খান।

আহ্বায়ক কমিটিতে ছিলেন মোঃ আলাল খান, সামাদ খান রাজু, এনামুল হক, জায়েদ মাহমুদ, আব্দুস সামাদ, মোঃ আলী চৌধুরী নাজির, জাহেদুল ইসলাম জুনেদ ও আব্দুল ওদুদ মোহন।

প্রবাসজীবনের ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিয়ে এই বনভোজন হয়ে উঠেছিল প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীর এক হৃদয়স্পর্শী মিলনমেলা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: