সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কার্যকরী কমিটির আলোচনা সভা




ডেস্ক রিপোর্ট :

ঐতিহ্যবাহী সিলেট বিভাগ জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ফ্রান্সের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার প্যারিসের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য প্রবীণ মুরব্বি মোতাব্বির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজিত আলোচনা সভা পরবর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জের মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে পাঠানোর জন্য জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করে তা তুলে দেওয়া হয় সংগঠনের সাবেক সহ-সভাপতি খসরুজ্জামান জালালাবাদী ও মিডিয়া কর্পোরেশনের ডিরেক্টর জালালাবাদ এসোসিয়েশনের সদস্য আলী হোসেনের হাতে।
সময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি খসরুজ্জামান জালালাবাদী ও সহসভাপতি আলতাফুর রহমান, অন্যতম উপদেষ্টা মাহবুবুল হোক কয়েছ, খলিলুর রহমান যুগ্মসাধারণ সম্পাদক জাবেদ হোসেন, রাজনগর উপজেলা সমাজকল্যাণ সমিতির সভাপতি যুবনেতা আব্দুল কাইয়ুম রহমান, সাবেক বাংলাদেশ জাতীয় কৃতি ফুটবলার জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম সদস্য লুলু আহমদ, আব্দুল মতিন, মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠাতা আলী হোসেন, সাবেক সহ অর্থ সম্পাদক হাসান আহমদ, সদস্য হোসেন আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাবেক অন্যতম সদস্য বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমউদ্দিন সুমন, কালচারাল ফোরামের সভাপতি নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মায়া, রাজনগর উপজেলার সাবেক মেম্বার রফিক উদ্দিন, সালেক আহমদ, জুবের আহমদ, জুস্টিসিয়ার পরিচালক জালালাবাদ এসোসিয়েশনের সদস্য রাজু আহমদ, সুমন রয়, ছাতক দোয়ারা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাইদুর রহমান, আক্তার হোসেনসহ অনেকেই। সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলার সালেহ আহমদ চৌধুরী।
এছাড়া সভায় ইফতার ও দোয়া মাহফিল ১৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: