ফিনল্যান্ড প্রতিনিধি :
বাংলাদেশী বংশোদ্ভূত ড.মজিবুর দফতরি ফিনল্যান্ডের গ্রিন পার্টির আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন । গ্রিন পার্টির মহাসচিব আন্না মরিং ৯ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি । এ কমিটির দায়িত্ব হচ্ছে ২০২৭ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ নির্বাচনে পার্টির শীর্ষ এজেন্ডা ও নির্বাচনী প্রচারণার বিষয়বস্তু নির্ধারণে পার্টিকে সহায়তা করা । এ কমিটি গ্রিন পার্টির জাতীয় নির্বাহী কমিটি, পার্টি কাউন্সিল ও দলীয় সংসদ সদস্য (এমপি) দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ড.মজিবুর ইতোমধ্যে ফিনল্যান্ডের গ্রিন পার্টির সর্বচ্চ নীতি নির্ধারণী কমিটি পার্টি কাউন্সিলের (পুওলুয়ে ভালতুস্তর) নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন । অন্যন্য দায়িত্বের মধ্যে তিনি গ্রিন পার্টির পার্টির ইমিগ্রেশন পলিসি ওয়ার্কিং গ্রুপ ও সমতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, পার্টির রাজধানী হেলসিংকি কমিটির সহ-সভাপতি, হেলসিংকি সিটি কাউন্সিলের সমতা বিষয়ক কমিশনের সদস্য এবং বেলজিয়াম ভিত্তিক ইউরোপিয়ান মুভমেন্ট ইন্টারন্যাশনাল এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ২০০৪ সালে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল এন্ড পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। তিনি একজন লেখক এবং শিক্ষা, পেশাগত উন্নয়ন ও মানবাধিকারের উপর একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ ও উপদেষ্টা। পেশাগত উন্নয়নের উপর তার ইংরেজি বই যুক্তরাজ্যের অক্সফোর্ডের পাওয়ারহাউজ পাবলিকেশন্স থেকে প্রকাশের পর তার বাংলা সংস্করণ বিশাল সাফল্যঃ কিভাবে আপনার স্বপ্নের জীবন গড়ে তুলবেন বইটি বাংলাদেশের সময় প্রকাশন থেকে ২০২০ সালে প্রকাশিত হয়েছে ।
পেশাগত জীবনে ডঃ মজিবুর দফতরি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়, তাম্পেরে বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের রস্কিলডে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন এবং হেলসিংকি এমপ্লয়মেন্ট সার্ভিসেস (TE-toimisto) এর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন । ২০১৮ সালে তিনি লন্ডন ভিত্তিক লেখক ও সাংবাদিকদের মতামত প্রকাশের স্বাধীনতা রক্ষার আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বিশেষ আমন্ত্রিত গবেষক হিসেবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার উপর কাজ করেছেন । তিনি পেন ফিনল্যান্ডের ট্রাস্টি এবং সংগঠনটির রাইটার্স এট রিস্ক ও রাইটার্স ফর পিস কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন । তিনি নরওয়ে, ইউক্রেন এবং ভারতে অনুষ্ঠিত পেন ইন্টারন্যাশনালের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে পেন ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেন । হিউম্যানিসট এসোসিয়েসন অফ ফিনল্যান্ডের ট্রাস্টি ড.দফতরি লন্ডন ভিত্তিক টিভি চ্যানেল ব্রিটিশ বাংলা নিউজ টিভির একজন জনপ্রিয় টক শো হোসট হিসেবে ও দায়িত্ব পালন করেছেন, ইউরো বাংলা প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন ।
গ্রিন পার্টির সংসদ নির্বাচন বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে ড.মজিবুর দফতরি বলেনঃ “আমি অত্যন্ত আনন্দিত যে গ্রিন পার্টির মতো একটি ইমিগ্রেনট বান্ধব দল আমাকে তাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কমিটিতে স্থান করে দিয়েছে । বর্তমান কোয়ালিশন সরকার ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশী শিক্ষার্থী, কর্মী ও অন্যান্যদের রেসিড্যান্স পারমিট, নাগরিকত্ব ও চাকুরী সর্বক্ষেত্রে ইমিগ্রানট বিদ্বেষী বিভিন্ন আইন সংসদে করেছে । আমি আমার দলের সংসদ নির্বাচনী কমিটিতে ও নির্বাচনী প্রচারণায় ইমিগ্রানটদের স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরে গ্রিন পার্টিকে ২০২৭ সালের এপ্রিলে ইমিগ্রানট বান্ধব নতুন জোট সরকারে নিতে আমার সর্বশক্তি নিয়োগ করবো । আর এ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে অবদান রাখার জন্য আমি দলমত নির্বিশেষে ফিনল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশী ভাইবোন সহ সকল ইমিগ্রানটদের একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেন।




