বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমানের সঙ্গে রাজনগর উপজেলাবাসির মতবিনিময়




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

ফ্রান্স সফররত বাংলাদেশি বিশিষ্ট শিল্পপতি অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে রাজনগর উপজেলাবাসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ আগস্ট) বিকালে রাজনগর ওয়েলফেয়ার ট্রাস্ট-ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মাস্কদর্মির একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাইফুর রহমান কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সম্রাট শাহজাহান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির হিসেবে বক্তব্য রাখেন- অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, কমিউনিটি ব্যক্তিত্ব লুলু আহমেদ, জানু মিয়া, আব্দুর রহিম, রুমেল উদ্দিন, আশরাফুর রহমান ও খায়রুল আলম মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রান্সে বিভিন্ন রকমের কাজ ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ফরাসি মূলধারার গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রবাসী বাংলাদেশিরা কাজ করছেন। এছাড়া দেশের বিভিন্ন দুর্যোগে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশের থেকে ক্রমাগত কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যা একজন বাংলাদেশি হিসেবে আমাদের আনন্দ এবং গর্বের।
বক্তারা, বিদেশের পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: