বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে সাংবাদিক মামুন সংবর্ধিত




নিজস্ব প্রতিবেদকঃ গত রোববার বি‌কে‌লে প্যারিসের একটি অভিজাত হলে “ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্স ” এর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক আবুল কালাম মামুনকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে । এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে হি‌সে‌বে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ এসো‌সি‌য়েশন ফ্রা‌ন্সের অাহবায়ক সা‌লেহ অাহ‌মেদ চৌধুরী , বি‌শেষ অ‌থি‌তি , বংঙ্গবন্দু প‌রিষদ ফ্রা‌ন্সের সাধারন সম্পাদক অাশরাফুল ইসলাম ও ইউরো‌ভিশন ডট ক‌মের নির্বাহী সম্পাদক ফ্রা‌ন্সের সি‌নিয়র সাংবা‌দিক অাব্দুল মান্নান অাজাদ , ফ্রান্স বাংলা‌দেশ প্রেস ক্লা‌বের সভাপ‌তি এনা‌য়েত হো‌সেন সো‌হেল , ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্সে এর সভাপতি সাইফুল ইসলাম , সেক্রেটারি শাকিল চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ , ও স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ ,জাকির আহমদ, এ ম এ জুয়েল, হোসেন কামাল, লিমন চৌধুরি, আব্দুস সামাদ ,জাকির হোসেন ,জুসেফ,ফুয়াদ আব্দুল্ আউয়াল আজাদ, (প্রমূখ) , বলেন আমাদের দেশের তরুণ এবং যুবক সাংবাদিকরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। তরুণদের মেধাকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের মেধাবীদের বের করে আনতে হবে। তরুণদেরও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়ে যেতে হবে বস্তুনিষ্ঠ এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে তাহলেই আমরা কুলাউড়াবাসী আপনাদের নিয়ে গর্ব করতে পারব এবং বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবো , । অামা‌দের ফ্রান্স প্রবাসী , মে‌ৗলভীবাজার জেলার কুলাউড়ারই সন্তান মো : অাবুল কালাম মামুন ইউরো‌পে বাংলা‌দেশী সাংবা‌দিক‌দের সমন্ব‌য়ে বৃহৎ সংগঠন অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌বের কোষাধ্যক্ষ্য নির্বা‌চিত হওয়ায় তাহা‌কে ও তাহার সংগঠ‌নের সবার প্র‌তি শুভ কামনা ক‌রেন অাগত অ‌তি‌থি বৃন্দ ,

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: