স্বপ্রণোদিত প্রতারক
বদরুজ্জামান জামান
.
কিছু মানুষ স্বীয় মিথ্যার বেসাতি বিলায়
আত্মদগ্ধতার অতল ক্ষত নিরাময়ে
অথচ একান্তে স্বপ্রণোদিত প্রতারক ।
বোধের সব ক’টা বন্ধ দরজা খুলে
পৃথিবী দেখছে আমিও দেখছি-
নীতি, নৈতিকতা আর ধর্ম এখন
প্রতারণার প্রকাশ্য হাতিয়ার ।
তবুও তোমাদের ধর্মের দোহাই
আয়নার সামনে দাঁড়িয়ে দেখো
তোমরা কতটা নগ্ন!
যতটা হিংস্র বন্যরাও নয় ।