ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাহরাইন, ভিয়েতনাম ও কুয়েত থেকে প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখা। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি কাজী রাজিয়ুর রহমান তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক তাসকীন আহমেদ রনি, দপ্তর সম্পাদক সাহিল আহমেদ জীবন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে। অথচ প্রবাসীরা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে হয়রানির শিকার হয়ে তার প্রতিবাদ করায় তাদেরকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। এসময় বক্তারা ৫৪ ধারায় আটককৃত ৩৩৮ প্রবাসীর মুক্তির পাশাপাশি সাংবাদিক কাজল ও দিদারুল সহ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী সকলের মুক্তির দাবি জানান।