লীগের পোলাপাইনে
লীগের পোলাপাইনে
ক্ষমতারই দাপট দেখায়
বায়ে এবং ডাইনে,
সংখ্যালঘুর জ্বালায় বাড়ি
টেনে ছিড়ে বোনের শাড়ি
কিন্তু যেনো সাজা তাদের
নাই এদেশের আইনে,
পুলিশ তাদের সাহারা দেয়
বিনিময়ে সুবিধা নেয়
তাদের নামে মামলা, জিডি
করার সাহস পাইনে,
নিরীহ ছাত্রদের পেটায়
প্রতিবাদ করবে কোন বেটায়
ভূক্তভোগি হয়েও কোন
প্রতিবাদে যাইনে,
যা খুশি তাই করছে এখন
লীগের পোলাপাইনে।