রবিবার, ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামান- এর কবিতা




লোমহর্ষক কাহিনী
বদরুজ্জামান জামান

অন্ধকারে দাঁড়িয়ে চারপাশ দেখি
সর্বত্র ছেয়ে গেছে লোমহর্ষক কাহিনী
প্রাগৈতিহাসিক থেকে আধুনিক।
পুরাতন আবর্জনায় ডোবে গেছে
আমাদের পবিত্রতা
মস্তিষ্ক বেয়ে ঝরছে গলিত সুখ।

নিঝুম অন্ধকার ভেদ করে
একদিন যে আলো ডানা মেলেছিল দিগন্তে
দিগভ্রম চোখের নন্দন দৃষ্টি হারিয়ে
আজ তা আবর্জনা অন্ধকার।

বাহুবল, ধর্মীয় উন্মাদনা, কিংবা ধর্মান্ধতায়
উজ্জীবিত কিছু মানুষ
ধর্ম আর মানবতার দোহাই দিয়ে আবর্জনাসখ্য
পশুত্বের জীবনাচার রচে দম্ভে
পাশবিক সঙ্গমসুখে অন্ধকার ডেরায়
যেখানে মানুষের প্রানপণ চেষ্টা সর্বত্র নিরন্তর।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: