শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য আসরে সিলেটে কারফিউ ঘোষণার দাবী




বাংলা টেলিগ্রাম ডেস্ক:

জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ১৮৩তম নিয়মিত মাসিক সাহিত্য আসর ৫ জুন শুক্রবার রাতে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী জমজমাট এ ভার্চুয়াল আসরে সভাপতিত্ব করেন, পরিষদের সিলেট জেলা সভাপতি ছড়াকার অজিত রায় ভজন।

সভা পরিচালনা করেন, সহ সভাপতি কবি মোহাম্মদ নুরুল ইসলাম।

কবি নাট্যজন বাবুল আহমদের স্বাগত বক্তব্য ও লেখাপঠের মধ্য দিয়ে শুরু হওয়া আসরে বর্তমান মহামারি করোনা পরিস্থিতি থেকে উত্তরণের উপায়ে কবি সাহিত্যিকদের করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

আসরে মহামারি করোনার বিস্তার রোধে এই মুহুর্তে সিলেটে কারফিউ ঘোষণার জোর দাবী জানানো হয়। এই দাবী বাস্তবায়নে প্রত্যেক লেখককে ‘কারফিউ চাই’ শিরোনামে ছড়া লেখার আহবান জানানো হয়।

আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন, গীতিকবি হরিপদ চন্দ, কবি সাংবাদিক দেবব্রত রায় দিপন, কবি মিজান মোহাম্মদ, কবি প্রশান্ত লিটন, কবি পান্না জান্নাত, কবি অমিতা বর্ধন, কবি হেলাল আহমদ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: